খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭: ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সানাউল্লাহ জানান, ইসলামী ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে বৃহস্পতিবার ঢাকা শহরের বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ থাকবে। এই পরিস্থিতির কথা চিন্তা করে খালেদা জিয়া আদালতে যাবেন না।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।