Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭:  18রাজশাহী জেলায় তানোর ও চারঘাট উপজেলা পল্লী স্বপ্ন সংস্থার আওতায় ঝরে পড়া রোধে প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত এ শিক্ষা কার্য্যক্রম পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর ২টায় সময় উপজেলার কাকড়ামারী বাজারস্থ চারঘাট কার্য্যলয়ে পল্লী স্বপ্ন সংস্থার ম্যানেজার আনিসুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী স্বপ্ন সংস্থার পরিচালক নাজমা আক্তার মুন্নী। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন বাকড়া পল্লী স্বপ্ন শিশু নিকেতন শিক্ষিকা নার্গিস নাহার, পিরোজপুর স্কুলের শিক্ষিকা হাসিনা বেগম ও চারঘাট প্রেসক্লাবের সাথারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু আব্দুল মতিন সহ পল্লী স্বপ্ন শিশু নিকেতনের ৫০ জন শিক্ষিকা উপস্থিত ছিলেন। পল্লী স্বপ্ন সংস্থার পরিচালক নাজমা আক্তার মুন্নী বলেন,প্রতিটি স্কুলে ৩৩ জন শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ঝরে পড়া শিশুদের লেখাপড়ার উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়। তিনি আরো বলেন এতে ঝরে পড়া শিশুরা সুষ্ঠু ও মনোরম পরিবেশে মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে।