Sun. Sep 21st, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭:  37নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের মিশন পাড়ায় খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গাইবান্ধা থেকে আটক নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, স¤প্রতি গাইবান্ধা থেকে আটক করা হয়েছিল জেএমবি সদস্য জাহাঙ্গীরকে। সেখানে জিজ্ঞাসাবাদে নাটোরের সুনীল হত্যার সাথে জড়িত থাকার তথ্য পায় পুলিশ। পরে তাকে বৃহস্পতিবার সুনীল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানী শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত দুই জেএমবি সদস্য রাজশাহী এবং বগুড়ায় পুলিশের বন্ধুকযুদ্ধে নিহত হয় বলেও জানান ডিবি’র ওসি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া খ্রিষ্টান ধর্মপল¬ীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের মাত্র ৬ ঘন্টা পর মধ্যপাচ্য ভিত্তিক ইসলামী জঙ্গী সংগঠন আইএস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এর দায় স্বীকার করে বার্তা দেয়। রাতে অজ্ঞাতদের আসামী করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সুনীলের মেয়ে স্বপ্না গোমেজ। হত্যাকান্ডটি ওই সময় দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে।