খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০৫ এপ্রিল) বিকাল ৪টায় দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সম্মেলনে কন্ঠভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শিহাব উদ্দিন রাসু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুস।
সম্মেলনে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মনির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ উদ্দিন, অর্থ সম্পাদক আশিষ কুমার মজুমদার, সদর উপজেলার আহবায়ক আলমগীর হোসেন ও কেন্দ্রীয় সদস্য শহিদ উদ্দিন।
সম্মেলনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি নাজমা আরা বেগম, সঞ্জয় কুমার সিংহ, ইউসুফ আল হক, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মৌসুমী আক্তার, সহ-সম্পাদক গোলাম মাওলা, নাজমুন নাহার, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহিলা সম্পাদক প্রিয়াঙ্কা রাণী মজুমদার, অর্থ সম্পাদক নিলীমা রাণী দাস, দপ্তর সম্পাদক তামান্না আক্তার ও প্রচার সম্পাদক নিজাম উদ্দিন।