Thu. Sep 18th, 2025
Advertisements

6kখােলা বাজার২৪।। শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭: ত্রিভুজ প্রেম! দুই নায়কের মাঝে নায়িকা, তাকে নিয়ে যত ঝামেলা দুই নায়কের। এটা কোন সিনেমার গল্প না, সিনেমার বাইরেও অভিনেতাদের জীবনে যে এমন ঘটনা ঘটে, তা আবারো সামনে নিয়ে আসলেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার, অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

একদিকে সাবেক বয়ফ্রেন্ড আদিত্য রায় কাপুর অন্যদিকে ‘বর্তমান’ বয়ফ্রেন্ড ফারহান আখতার। বলি সূত্রে খবর, ভাটদের প্রযোজনা সংস্থার একটি পার্টিতে উপস্থিত ছিলেন শ্রদ্ধা, আদিত্য এবং ফারহান। এই প্রযোজনা সংস্থার ‘আশিকি ২’ দিয়েই বলিউডে ধামাকা পদার্পন করেন আদিত্য-শ্রদ্ধা।

সম্প্রতি এই প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে ছিল পার্টি। পার্টিতে আদিত্য-শ্রদ্ধার ঘনিষ্ঠতা সহ্য করতে পারেননি ফারহান। আর এতে ধৈর্য হারান ফারহান। দুই নায়কের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে যায়, ভয়ানক সেই পরিস্থিতি দ্রুততার সঙ্গে সামাল দেন শ্রদ্ধা।

সম্প্রতি প্রকাশিত ‘রক অন ২’-র পর থেকে ঘনিষ্ঠতা বেড়েছে ফারহান-শ্রদ্ধার। এমনকী ফারহানের সঙ্গে অধুনা আখতারের বিচ্ছেদের পর থেকে তারা লিভ টুগেদার করছেন।