Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭: 40লালমনিরহাটের হাতীবান্ধায় পিডিবি (বিদ্যুৎ বিভাগের) গাফিলতির কারনে গত বুধবার বিদ্যুতায়িত হয়ে ভেলাগুড়ির ৪ জন ইলেকটিশিয়ান মারা যান। এরই প্রতিবাদে হাতীবান্ধায় ইলেকটিশিয়ান সমিতির ব্যানারে শুক্রবার বিকেলে স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে । পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা দইখাওয়া মোড় এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা ইলেকটিশিয়ান সমিতির সভাপতি আলতাফ হোসেন বাবু, প্রাক্তন সভাপতি আবু সাঈদ মিল্টন, শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্টু, সম্পাদক আমিনুল হক, ডন ও আজিজুল ইসলাম বাবু প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তাগণ বলেন, পিডিবি’র হাতীবান্ধা লাইনম্যানদের গাফিলতির কারণে এ ৪ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। উক্ত সভায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি ও পরিবারের ক্ষতিপুরণ দাবী করেন স্থানীয় ইলেকটিশিয়ান সমিতি ও শ্রমিকলীগ সংগঠন। এর আগে একই দাবীতে হাতীবান্ধা মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্থানীয় টেকনিশিয়ানরা আবাসিক বিদ্যুৎ সরবরাহ অফিস ঘেরাও করতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে। তখন সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।