Mon. Sep 22nd, 2025
Advertisements

kolkata

খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭: আইপিএলের তৃতীয় ম্যাচে  গুজরাট লায়ন্সকে উড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় দিয়ে নিজেদের মিশন শুরু করলো কলকাতা নাইট রাইডার্স।

রাজকোটের স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৮৩ রান। হাতে সবকটি উইকেট রেখে ৩১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে কলকাতা।

১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলকাতার দলপতি গৌতম গম্ভীর ৪৮ বলে ১২টি চারের সাহায্যে ৭৬ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার ক্রিস লিন ৯৩ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪১ বল মোকাবেলা করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ক্রিস লিন।