Sun. Sep 21st, 2025
Advertisements
ooooooooooooooooooখােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তিও হবে। তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার। প্রধানমন্ত্রী দিল্লি সফরে গেছেন। দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও থাকছেন। সেখানে তিস্তা ও অভিন্ন নদী নিয়ে আলোচনার আরও অগ্রগতি হবে। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ছিটমহল বিনিময় হয়েছে। ছিটমহল  শুধু বিনিময়ই হয়নি। ৩৫টি ছিটমহলে ইউপি নির্বাচনও হয়েছে।

গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বন বিলাস’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ছানাউল হক, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্নেল নিজাম উদ্দিন আহমদ, প্রকল্প কর্মকর্তা মেজর মো. মিজানুর রহমান ফকির, গাজীপুর সওজের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু।

ভারত বিদ্বেষী প্রচারণা করে, ভারতবিরোধী প্রপাগাণ্ডা করে ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা পাওয়া যাবে না। ভারতের সঙ্গে আমাদের মাঝে ২১ বছর সম্পর্কটা খারাপ পর্যায়ে ছিল। সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা পাওয়া যায় না। আমরা মনে করি সুসম্পর্ক বজায় রেখেই ন্যায্য পাওয়া বুঝে নিতে হবে। ভারতের সঙ্গে যুদ্ধ করে, বৈরিতা করে ন্যায্য কিছু পাব না। আমরা যেহেতু আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। যে কারণে ৪১ বছরে আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। অমীমাংসিত সব সমস্যার সমাধান হবে। বিএনপি মহাসচিবের র‌্যাব বিলুপ্তির বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, র‌্যাব বিএনপির সৃষ্টি। স্বার্থে লাগলে নিজেদের সৃষ্ট সন্তানদের প্রতিও মায়া থাকছে না। আমার মনে হয়, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে র‌্যাবের অভিযান এবং ভূমিকা বিএনপির গাত্রদাহের কারণ।