Mon. Sep 15th, 2025
Advertisements

sssssssssssখােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭:  ২০১২ সালের ২৮ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাবনূর। স্বামী যশোরের ছেলে অনিক মাহমুদ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেও পেশায় ব্যবসায়ী। স্বামী-সন্তান নিয়ে সুখেই আছেন শাবনূর। তবে চলতি সপ্তাহে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন রটে, ঘর ভাঙছে শাবনূরের। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় সে খবর সত্য নয়।  আমরা ভালো আছি, সুখেই আছি। ঘর ভাঙছে- এ সব সত্য নয়।

শাবনূর অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ পেয়েছে। আর দীর্ঘদিন ধরে সেখানে তার থাইরয়েডের চিকিৎসা চলছে। আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। খবরটি শুনে শাবনূর খুব আহত হয়েছেন। ক্ষোভও প্রকাশ করেছেন। এদিকে অনেকেই আমাকে বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যেতে পরামর্শ দিচ্ছেন। তবে আমি এসব পাত্তা দিতে চাই না। ভালোর ভিড়ে মন্দ চিরকালই ছিল। আমাদের দেশের গণমাধ্যমেও আছে।