Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭: 26গাইবান্ধা ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের প্রথমব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ কৃষিবিদ মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আইএলএসটির প্রকল্প পরিচালক ডা. মুহাম্মদ হায়দার আলী, গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএম সাইফুল মতিন টিপু, সভাপতি মো. জসিম উদ্দিন ও রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।