Sun. Sep 21st, 2025
Advertisements

6খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেংগা বাজারে রুহুল আমিন কোম্পানী (৬২) নামের এক ব্যবসায়ী নেতাকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন কোম্পানী চরচেংগা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সোনাদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাজ পড়ে চরচেংগা বাজার জামে মসজিদ থেকে বের হন রুহুল আমিন কোম্পানী। এসময় তিনি মসজিদের একটু সামনে আসলে ১০/১২ জন সন্ত্রাসী তার ওপর অর্তকিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রুহুল আমিন কোম্পানীর শরীরের বিভিন্ন অংশে ৭টি কোপের চিহৃ রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় এখনো কোন মামলা হয়নি।