Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: বিশিষ্ট শিক্ষাবিদ ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্ বলেছেন, মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, অনেক অসুবিধা ও সুযোগ সুবিধার সীমাবদ্ধতার মধ্যেও কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করতে হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষাবান্ধব সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। শিক্ষার আনুকূল্য সকল সুবিধা কাজে লাগিয়ে মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশিদা পারভীন কলি’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নন্দলাল কর্মকার, ইউপি সদস্য আবদুল বাতেন।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবাও প্রতিটি শ্রেণীতে ৫জন করে মেধাবী শিক্ষার্থীকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্ বাংলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন নোয়াখালী শাখার আজীবন সদস্য, অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যক্ষ্মা প্রতিরোধ সমিতির সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সমন্বয়ক, নোয়াখালী কমিউনিটি পুলিশিং এর আহবায়ক, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নোয়াখালী জেলা শাখার চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। ইতিপূর্বে তিনি অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ ‘গোল্ড মেডেল-২০১৬’ লাভ করেন।