খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের প্রফেশনাল অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ এপ্রিল, ২০১৭) ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটরিয়ামে এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ বলেন, কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তাই তিনি শিক্ষার্থীদের আরও বেশি স্মার্ট, কমিউনিকেটিভ ও দৈনিক দশ ঘণ্টা করে পড়াশোনা করার পরামর্শ দেন।
হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালসের ডিরেক্টর অব মার্কেটিং বি কে রায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ফার্মাসিটিকেল সেক্টরে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সংযোজন হচ্ছে। তাই একজন ফার্মাসিস্টকে সবসময় নিত্য নতুন বিষয়ের সাথে মানিয়ে নিতে হয়।
সভাপতির বক্তব্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিদ্যুৎ কান্তী দত্ত ফার্মেসি বিভাগের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এছাড়া এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রফেসর কামাল উদ্দিনসহ ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ৫১তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগীয় শিক্ষক মো. আল মামুন।