Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রি ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের নিমিত্তে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ইদানিং দেশ ব্যাপি সর্বক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। প্রযুক্তি ব্যবহার ও কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধার জন্য কম্পিউটার পেশাজীবিদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি অধিদপ্তর গঠন করা হয়েছে। অপরদিকে অন্যান্য প্রযুক্তি গত সেবা প্রদানের মতই শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিশ্চিত হয়েছে। সরকারের উদ্দেশ্য যেমন সারাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানের যথাযথ অবকাঠামো সৃষ্টি করা তেমনি সরকার ও জনগণের সকল স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞান সম্প্রসারণ করা। পরীক্ষা কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম আমাদের প্রতিনিধিকে বলেন- এ বিষয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৫ জন। সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ঠাকুরগাঁও জেলার সর্ববৃহৎ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাণীশংকৈল ডিগ্রী কলেজ বর্তমানে ১০ টি বিষয়ে অনার্স সহ সাড়ে ৪ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।