Thu. Sep 18th, 2025
Advertisements
Mash_2
খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফি বিন মুর্তজা। আর তারই হাত ধরে এবার পেলেন আরও একটি উপহার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মাশরাফির।

রোববার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসারের অবস্থান ৩৬তম। ৪১ নম্বর থেকে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সীমিত ওভারের এই সফল অধিনায়ক। বর্তমানে মাশরাফির অর্জন ৫৩৪ রেটিং পয়েন্ট। তবে এটাই তার সর্বোচ্চ পয়েন্ট নয়। গেলো বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার ক্যারিয়ার সেরা রেটিং ছিলো ৫৪৫ পয়েন্ট।

এছাড়া, বাংলাদেশের আরও দুই বোলার আছেন সেরা ১০ বোলারের তালিকায়। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন ছয় নম্বরে ও স্পিনার সাকিব আল হাসান আছেন নয় নম্বরে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাশরাফির মোট উইকেট সংখ্যা তিন। প্রথম ম্যাচে চার ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট। আর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে চার ওভার বোলিং করে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন।