খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: কলেজ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, অযৌক্তিক অনুপাত প্রথা বাতিল এবং অবসর গ্রহনের এক বছরের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে সমাবেশ করেছে শিক্ষকরা।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা আয়োজিত সমাবেশে অধ্যাপক মতিন উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, অধ্যক্ষ আবুল বাশার, অধ্যক্ষ রাহাবার হোসেন, অধ্যক্ষ তাকদির হোসেন, অধ্যাপক আলা উদ্দিন চৌধুরী।
সমাবেশে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহন করেন।