Tue. Sep 16th, 2025
Advertisements
court
খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: লক্ষ্মীপুরের গৃহবধূ গণধর্ষণের ঘটনার মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, স্থানীয় রশিদপুর গ্রামের নাছির উদ্দিন, মহিন হোসেন, মাসুদ আলম ও বাহার। আসামীদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছে।

আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঘরের বেড়া কেটে গৃহবধূকে জোরপূর্বক পাশবর্তী বাগানে ধরে নিয়ে গণধর্ষণ করে সাজাপ্রাপ্তরা। এ ঘটনার পর দিন ভিকটিম নিজে বাদি হয়ে সদর থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ ২৬ সেপ্টেম্বর ২০১৩ সালে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানী শেষে এ রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের বিশেষ পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।