Mon. Sep 15th, 2025
Advertisements

82খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে দল পেলেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে বলিউড কিং শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন মিরাজ।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজ এবারের আসরে না খেলার ঘোষণা দিয়েছেন। তার বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

গত মাসেই সিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে শুধু সাকিব আল হাসানই দল পায়। তাকে কিনেছে জ্যামাইকা তালওয়াস। গত আসরেও একই দলের হয়ে খেলেছিলেন সাকিব।
গতবার ১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে টেনেছিল জ্যামাইকা। এবারও একই পরিমাণ অর্থে সাকিবকে রেখে দিয়েছে দলটি। সাকিবের পর এবার মিরাজও দল পেলেন।
সিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব ছাড়া তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়ে নাম ছিল। তবে কেউ তাদের কেনার আগ্রহ দেখায়নি।
এর আগে তামিম ইকবাল সিপিএলের প্রথম আসরে সেন্ট লুসিয়া জোকসের হয়ে খেলার পর আর সুযোগ পাননি।