Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: bitti-xmছাতকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুেল বৃত্তি পেয়েছে আহ্সান উদ্দিন সানি। সে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া বাজারের জননী বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী জাউয়া গ্রামের বাউল বাড়ি নিবাসী আলা উদ্দিন ও গৃহিনী মাজদা বেগমের পুত্র । সানি ২০১৬ইংরেজী সনে অনুষ্টিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ গ্রহন করে এ কৃতিত্ব পূর্ন ফলাফল অর্জন করে। এমন ফলাফলে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে সানি। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে আগ্রহী।