খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: ভুয়া অ্যাকাউন্ট ফেসবুকের একটি বড় পেরেশানির বিষয়। এবার এদের নির্মূল করতে পদক্ষেপ নিতে চলেছে বিশ্বের সোশাল মিডিয়া জায়ান্ট। কিন্তু কীভাবে এসব অ্যাকাউন্ট খুঁজে বের করা হবে? অ্যাকাউন্টের সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণ করবে ফেসবুক। একই পোস্ট বার বার দেওয়া বা মেসেজের বন্যা ইত্যাদি বিষয়ে শনাক্ত করা হবে।
আসলে বিভিন্ন ভুয়া খবর, গুজব এবং মিথ্যাচার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসাবে ভুয়া অ্যাকউন্টগুলোকে খুঁজে বের করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক।
ফেসবুক প্রটেক্ট অ্যান্ড কেয়ার টিমের শবনম শাইক বলেন, আমরা দেখেছি, মানুষের বাস্তব জীবনে যা করে সেভাবেই আবির্ভূত হন ফেসবুকে। ভুয়া অ্যাকাউন্টগুলো এই পথে চলে না। এসব অ্যাকাউন্ট স্পাম ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক কাজ করে। যেসব অ্যাকাউন্ট ভুয়া বলে মনে হবে তাদের তালিকা প্রস্তুত হবে। এদের মালিকদের নিজেদের পরিচয় নিশ্চিত করতে বলা হবে। স্ক্যামাররা সাধারণত এ কাজ কখনও করতে চায় না।
ইতিমধ্যে এ ব্যবস্থা ফ্রান্সে বাস্তবায়িত করা হয়েছে। দেশটির প্রায় ৩০ হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বের করা হয়েছে। এ ধরনের অ্যাকাউন্ট শনাক্তকরণে নতুন নতুন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এসব অ্যাকাউন্টের আচরণ এখন খুব সহজে চিহ্নিত করা যায় এদের তথ্য ঘাঁটাঘাঁটি না করেই।
ফেসবুকে মিথ্যাচার ও ভুয়া খবর প্রতিরোধে এ পদক্ষেপ বেশ কার্যকর মনে হচ্ছে। এসব প্রতিরোধেই এ প্রচেষ্টা বলে জানান শাইক।
ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তার সোশাল নেটওয়ার্ককে যাবতীয় অসত্য তথ্য থেকে মুক্ত করার প্রতিজ্ঞা করেন। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকে ভুয়া তথ্য ছড়ালে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।