খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: খোলা আকাশের নিচে বসে পড়ার অবসান ঘটতে যাচ্ছে কোটচাঁদপুরের শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের। বৃহস্পতিবার জেলা প্রশাসকের স্কুল পরিদর্শনের মধ্য দিয়ে বিদ্যালয়ে এ সু-বাতাস বইতে শুরু করেছে।
বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম খোকন বলেন,দীর্ঘ ৪ বছর যাবৎ এ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অনেক কষ্ট শিকার করে খোলা আকাশের বসে পড়া-শোনা করে আসছে। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়ানে কয়েক কক্ষ তৈরী করা হলেও সেগুলো বেশি ভাল না। বৃহস্পতিবার জেলা প্রশাসক মাহবুবুর রহমান স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়েল ক্লাস রুম নির্মান ও সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্ধ দিয়েছেন। এ ছাড়া আরো কোন সহযোগিতা পেলেও তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন। এরপর থেকে আশার আলো জেগেছে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে। অবসান ঘটতে যাচ্ছে খোলা আকাশের নিচে বসে পড়া-লেখা করার। কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সঙ্গে তিনি বলেন,বিদ্যালয়ে ৬৫২ জন ছাত্র/ছাত্রীকে আমরা ২১ জন শিক্ষক কর্মচারী সার্বক্ষনিক ভাবে দেখা শুনা করি। বিদ্যালয়ের ক্লাস রুম আছে ৮ টি। প্রয়োজন ৯ টি। এরমধ্যে বেশির ভাগ ক্লাস রুম অকোজো হয়ে পড়ে আছে। ফলে আমাদের দীর্ঘদিন বাইরে খোলা আকাশের নিচে পাঠদান করতে হয়েছে। বিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের উপজেলা নিবার্হী অফিসার শাম্মী ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান,বলুহর ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুল মতিন সহ কমিটির অন্যান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বিদ্যালয়ের সব গুলো কক্ষ ঘুরে দেখেন। স্বাক্ষর করেন পরিদর্শন খাতায়, জিডিট্যাল পদ্ধতির মাধ্যমে ছাত্র/ছাত্রীদের পাঠদান করার দৃশ্য তিনি দেখেন।