Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: 36উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলায় ল্যাকটেটিং মাদার (দুগ্ধ বতি মায়েদের) সহায়তা তহবিল কর্মসূচির উপকারভোগিদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক (ভূঁইয়া) প্রমুখ।