Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭: 58খুব অল্প সময়ের মধ্যেই আশাতীত সাফল্য ও জনপ্রিয়তা পেয়েছে ফেসবুক লাইভ। এখন তো যে কোন অনুষ্ঠান, বন্ধুদের নিয়ে আড্ডাবাজি- সবকিছুই ফেসবুক লাইভে শেয়ার করে নতুন প্রজন্ম। এতদিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যেত এই সুবিধা। এবার এই ফিচার ডেস্কটপ এবং ল্যাপটপেও নিয়ে আসল সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক।

আজ থেকেই এই নতুন পরিবর্তন দেখা যাচ্ছে ফেসবুকের হোমপেজে। এক সম্পূর্ণ ভিন্ন মানের লাইভস্ট্রিমিং করা যাবে এবার থেকে। স্ট্যান্ডার্ড স্ট্রিমিং সফটওয়্যার থাকলেই করা যাবে স্ক্রিন শেয়ারিং, নানা রকমের গ্রাফিক্স এমনকি মাল্টি ক্যামেরা সেটআপেরও সুবিধে থাকছে এই নতুন প্রযুক্তিতে।
ডেস্কটপ ফেসবুকের নিউজ ফিড বা প্রোফাইল ছাড়াও এই লিঙ্ক থেকেও করতে পারবেন লাইভ স্ট্রিমিং। এতে আরও সহজ হয়ে উঠবে গেম স্ট্রিমিংও। তবে ফেসবুকের প্রধান উদ্দেশ্যই হল ডেস্কটপ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে Blogs (ভিডিও ব্লগ), নানা রকম টিউটোরিয়াল এবং প্রশ্নোত্তর শেয়ার করা।