Wed. Sep 17th, 2025
Advertisements

22kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: সাংগ্রাই উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে ভিন্ন রকম আয়োজন করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। শুক্রবার সকাল ১১টায় মহিলা কলেজ সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে বিশ্ববাসীর শান্তি কামনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ¤্রা সা থোয়াই মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ¦ণের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মং মংশি মারমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কংচাইরী মাষ্টার,সি:সহ-সভাপতি থইউ মারমা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা,বৈসাবী উদযাপন কমিটির আহবায়ক ও সদর উপজেলা কমিটির সভাপতি পুতু মারমা, যুব ঐক্য পরিষদের আহবায়ক ক্যচিনু মারমা, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুইচিং মরামা প্রমূখ।

সাংগ্রাই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তরুণ-তরুণীরা লাল,নীল,সবুজ পোশাকে উল্লাসে ফেটে পড়ে। উচ্চ শব্দের সাউন্ট-সিস্টেম নিয়ে গাড়ীতে করে নেচে-গেয়ে আনন্দে মেতে উঠেন। সংগঠনটির উদ্যোগে প্রায় ২০ গাড়ীতে বিভিন্ন বয়সের খাগড়াছড়ি মহিলা কলেজ সংলগ্ন মারমা ঐক্য পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পানছড়ি উপজেলা পর্যন্ত বহন নিয়ে উল্লাসে মেতে উঠেছে তরুণ-তরুনীরা।