Tue. Sep 16th, 2025
Advertisements

31kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা’র আয়োজনে বর্ষবরণ উৎসবে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় র‌্যালিটি কাপাসিয়ার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেছে।
উদীচী কাপাসিয়া শাখা’র সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচী সাবেক সভাপতি কাপাসিয়া ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ আমজাদ হোসেন, সংগঠনের সহ সভাপতি নাছিমা হালিম, সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, সহ সাধারণ সম্পাদক মন্জুরুল হক, সত্যেনসেন একাডেমি’র পরিচালক জাহাঙ্গীর হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক শিক্ষক সোয়েব সিকদার, সিপিবি কাপাসিয়া সম্পাদক ছিদ্দিক ফকির, উপজেলা পেইন্টার ইউনিয়ন সভাপতি মো. খালেক, মাতাবর রহমান, শ্রমিক নেতা রফিকুল ইসলাম সেলিম, আবুল কাশেম, একাডেমির শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।
র‌্যালি শেষে বাজর সংলগ্ন প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররম এর বাসার সামনে মাঠে আলোচনা সভা হয়েছে। পরে বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীসহ একাডেমির শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন।