Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যালয়ের পাকা শ্রেণীকক্ষ দোকানঘর হিসেবে ভাড়া দিয়ে জরাজীর্ণ কাঁচা ঘরে পাঠদান করছেন শিক্ষকরা। হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে শহীদ আলী আহম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর সঠিক ভাবে চলছিল।

২০০৮ সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোল বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলো দোকানঘর হিসেবে ভাড়া দেয়া শুরু করে। পাকা শ্রেণীকক্ষ ভাড়া দিয়ে কাঠ-বাঁশ দিয়ে তৈরী কাঁচা ঘরে চলছে পাঠদান।

অন্যদিকে সংকীর্ণ ও পর্যাপ্ত শ্রেণী কক্ষের অভাবে লেখাপড়ায় মনোযোগ দিতে পারছেনা শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ অর্থ আত্মসাতের জন্য প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শ্রেণী কক্ষগুলো ভাড়া দেয়। সংকীর্ণ শ্রেণী কক্ষ এবং শ্রেণী কক্ষের অভাবে পড়ালেখায় মনোযোগ দিতে পারছেনা শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুফের দাবি, গরিব ছাত্রদের পড়ালেখার খরচ চালানো এবং কিছু ইনকামের জন্য শ্রেণীকক্ষ ভাড়া দেয়া হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোল বলেন, তিন শতাধিক গরিব ছাত্রকে বিনা বেতনে পড়ার সুযোগ দেয়ার জন্য ভাড়া দেয়া হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের ভিতর দোকানপাট, শিক্ষার্থীদের লেখাপড়ায় বেঘাত ঘটে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।