Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: 44 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতির অবস্থান নিচের দিকে ফুটিয়ে তোলায় ভাস্কর্যটি সংস্কারে দাবি জানিয়ে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর ১টার দিকে রাবি শাখা ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশ থেকে এ আল্টিমেটামের ঘোষণা দেয়া হয়।

জানা যায়, বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনের দেয়ালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিচের দিকে স্থাপন করায় সম্প্রতি রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ফেসবুকে এর সমালোচনা করেন। এরপর ক্যাম্পাসে স্মৃতিফলক নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্মৃতিফলকটি সংস্কারের দাবিতে শনিবার দলীয় টেন্ট থেকে নগ্নপদযাত্রা বের করে রাবি ছাত্রলীগ। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে মহানগরের নেতাকর্মীরা ছাত্রলীগের দাবির সঙ্গে একাত্মতা জানান। পরে স্মৃতিফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাবলু সরকার বলেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীন দেশের কথা কল্পনা করা যেতো না। অথচ এই স্মৃতিফলকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিচের দিকে স্থাপন করে তাকে ছোট করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই বিকৃত প্রতিকৃতি সংস্কার করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

ছাত্রলীগের রাবি শাখার সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে যে মানুষটি গোটা জাতিকে একত্রিত করে বাংলাদেশ স্বাধীন করেছিল, সেই মহান মানুষটির প্রতিকৃতি এই স্মৃতিফলকের নিচে রেখে অবমাননা করা হয়েছে। এখানে বাংলাদেশকে অপমান করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, বর্তমান সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ, স্মৃতিফলক নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এ স্মৃতিফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিচিত্র, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ, স্বাধীনতার পরবর্তী সময়ে বুদ্ধিজীবী হত্যার হারানো ইমেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদ রাবির তিন শিক্ষক ড. সুখরঞ্জন সমাদ্দার, শহীদ ড. হাবিবুর রহমান ও মীর আব্দুল কাইয়ূমের মেটাল ভাস্কর্য স্থাপন করা হয়েছে।