Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: 45লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এম পি। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, গড্ডিমারী হাই স্কুলের প্রধান শিক্ষক আতোয়ার রহমান ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু প্রমুখ।