Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের ‘টিলায়’ এ ঘটনা ঘটে।

আহত লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইয়াসিনের বন্ধু রিফাত শিকদার বলেন, ইয়াসিন ক্যাম্পাসের বাইরে থেকে আগত তার চার বন্ধুকে নিয়ে সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় ঘুরতে বের হন। সন্ধ্যার ৭টার দিকে ফেরার পথে পাঁচ যুবক ছুরি দেখিয়ে জিম্মি করে তাদের সাথে থাকা ৪টি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ইয়াসিন বাধা দিলে ক্ষুব্দ হয়ে ছিনতাইকারীরা ইয়াসিনকে উপর্যুপরি কয়েকটি কোপ দিয়ে মারত্মকভাবে আহত করে পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত প্রক্টর মুনশী নাসের ইবনে আফজাল জানান, আমরা ঘটনা শোনার পর তাদেরকে দ্রুত মেডিকেলে নিয়ে আসি। যারা জড়িত তাদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।