Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭:  38লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়ায় ট্রলি-মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে নুরনবী সরকার (৩৫) নামে এক ফায়ারম্যান নিহত হয়েছে। আজ রোববার দুপুরে পারুলিয়া বাজারের শিমুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত নুরনবী সরকার পাশ্ববর্তী ভোটমারী এলাকার আব্দুস সামাদের পুত্র বলে জানা গেছে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশোক কুমার রায় বলেন, হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান নুরনবী সরকার প্রয়োজনীয় কাজে মোটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রলির সাথে তার মুখোমুখি সংর্ঘষ হয়। গুরুত্বর আহত নুরনবীকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

হাইওয়ে পুলিশ ইনচার্জ প্রসন কান্তি দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।