Mon. Sep 15th, 2025
Advertisements

tiger-census-in-Sundarbansখােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় রুহুল আমির শেখ নামে একজন মৌয়াল নিহত ও আরেকজন আহত হয়েছে। রোববার ভোরে সুন্দরবনের মাহমুদা নদীর ডিঙ্গিনামক স্থানে এ ঘটনাটি ঘটে।

সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে বনবিভাগ ও মৌয়াল জেলেরা।

নিহত রুহুল আমিন শেখ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখি গ্রামের মালেক শেখের পুত্র ও আহত তার ভাই হোসেন শেখ।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তারা দুই ভাই বুড়িগোলিনি ফরেষ্ট অফিস থেকে পাশ নিয়ে সুন্দর বনের মধু আহরনের জন্য যায়। রোববার মুধু আহরনের সময় রুহুল আমিন শেখকে বাঘে ধরে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। ভাইয়ের লাশ উদ্ধার করতে সেও সুন্দরবনে যায়। এ সময় আক্রমানাত্মক বাঘ তাকে কামড়ে হিছড়ে আহত করে। সোমবার অন্য মৌয়াল ও জেলেরা একত্রিত হয়ে সুন্দর বনের গহীনে রুহুল আমিনে লাশ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি বলেন, আমি লোকমুখে ঘটনটি শুনেছি। তবে ঘটনাটি সত্য বলে তিনি প্রাথমিক ভাবে বলেন।