Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ক্রোম ব্রাউজার ও এজ ব্রাউজারখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭: ব্যাটারির আয়ু বিবেচনায় ব্রাউজার হিসেবে গুগলের ক্রোমের চেয়ে মাইক্রোসফটের এজ এগিয়ে রয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফট। গত বছরও মাইক্রোসফট একই দাবি করেছিল। এরপরই গুগল তাদের ক্রোম ব্রাউজার হালনাগাদ করে মাইক্রোসফট ও মজিলার ফায়ারফক্সের চেয়ে এগিয়ে যাওয়ার দাবি করে। কিন্তু মাইক্রোসফটও হাল ছাড়েনি। এবার উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট নামের উইন্ডোজ সফটওয়্যারের নতুন সংস্করণ এনে মাইক্রোসফট দাবি করেছে, এতে তাদের ব্রাউজার আরও বেশি ব্যাটারির আয়ু ধরে রাখতে পারবে।

মাইক্রোসফট এক ভিডিওতে তিনটি ব্রাউজারের মধ্যে তুলনা করে দেখিয়েছে। একটি ভিডিও টেস্টে মাইক্রোসফট দেখিয়েছে, ফায়ারফক্স ব্রাউজারে ব্যাটারি ৭ ঘণ্টা ৪ মিনিট পর্যন্ত চলেছে। গুগল ক্রোমে তা গেছে ৯ ঘণ্টা ১৭ মিনিট। কিন্তু এজ ব্রাউজার তা ১২ ঘণ্টা ৩১ মিনিট পর্যন্ত চার্জ ধরে রেখেছে।

মাইক্রোসফটের দাবি, গুগলের ক্রোম ব্রাউজারের চেয়ে ৩১ শতাংশ কম শক্তিতে চলে এজ ব্রাউজার। ফায়ারফক্সের চেয়ে ৪৪ শতাংশ কম শক্তি ব্যবহার করে। তারা স্বচ্ছ, উন্মুক্তভাবে এ পরীক্ষা চালিয়েছে। তারা শুধু দেখানোর জন্য এ উন্নতি করেনি। পুরো ওয়েব দুনিয়ার গঠনমূলক আলোচনার জন্য এ পরীক্ষা করেছে তারা। এ দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষণ পদ্ধতির নথিপত্র দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া গুগল ক্রোমকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে।