Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খােলা বাজার২৪।। মঙ্গলবার,  ১৮ এপ্রিল ২০১৭: যুক্তরাজ্য-ভিত্তিক প্রযুক্তিপণ্য ব্র্যান্ড আইলাইফ ল্যাপটপ কিস্তিতে ক্রয়ের সুবিধা দিচ্ছে ই-কমার্স প্লাটফর্ম পিকাবু ডট কম (www.pickaboo.com)।

প্রতি মাসে এক হাজার ৪১৬ টাকায় মোট ১২ কিস্তিতে ল্যাপটপটি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা যাবে। সঙ্গে উপহার হিসেবে থাকছে মাউস এবং ইন্টারনেট সিকিউরিটি।
১০.১ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ২ জিবি ৠাম এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ১২৮ জিবি মাইক্রোএসডি কার্ড লাগানোর সুবিধা, আনলিমিটেড এক্সটারনাল হার্ডডিস্ক ও পেনড্রাইভ ব্যবহারের সুবিধা রয়েছে।

এছাড়া ব্যবহারকারী তার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী কি-বোর্ডটি ডিসপ্লে থেকে খুলে এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে পারবেন।

ল্যাপটপটিতে ২ এমপি ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা থাকায় সেলফি ও স্কাইপি ভিডিও কল সহ বিভিন্ন ধরনের ছবি তোলা যাব। ৬,০০০ এমএএইচ ব্যাটারির এই ল্যাপটপ দিয়ে টানা ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করা যাবে। ল্যাপটপটি গ্রে এবং গোল্ড কালারে পাওয়া যাচ্ছে।