Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  নির্দিষ্ট গন্তব্যের ত্রিমাত্রিক (থ্রিডি) ম্যাপসহ বেশ কিছু নতুন সুবিধা নিয়ে গুগল আর্থের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এসব সুবিধা কাজে লাগিয়ে আগের তুলনায় আরো স্বচ্ছন্দে বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে জানতে পারবেন কম্পিউটার এবং আনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা।
সংস্করণটির ‘ভয়েজার’ সেকশনে ক্লিক করে ঘরে বসেই তানজানিয়ান গমবে ন্যাশনাল পার্কের পাশাপাশি বিভিন্ন স্থান দেখা যাবে। ‘আই এম ফিলিং লাকি’ বাটনে ক্লিক করে ইতালির অপেরা হাইজসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য স্থানও দেখার সুযোগ মিলবে। আর ‘থ্রিডি’ বাটনে ক্লিক করে ড্রোনের মাধ্যমে ধারণ করা বিভিন্ন স্থানের ত্রিমাত্রিক ভিডিও দেখা যাবে।