Thu. Sep 18th, 2025
Advertisements

40খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  আসছে ঈদের জন্য নির্মাতা শামিম আহামেদ রনী নির্মাণ করছে তার নতুন চলচ্চিত্র ‘রংবাজ’। ছবিতে নায়ক হিসেবে কাজ করছেন সুপারস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। ছবিটি ইতমধ্যে নানা কারণে বেশ আলোচনায় এসেছে। তবে এবার আরো নতুন এক মাত্রা ছবিটিতে শাকিব খানের ফাস্ট লুক। এবার নতুন এক রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাকিব।
মুখে খোঁচা খোঁচা দাড়ি, কানে দুল, চোখে রঙিন চশমা, কানে স্টার আকৃতির ট্যাটু, আর ঘাড় জুড়ে লেখা রংবাজ-এমনি এক নতুন ভাবে আসছে ঈদে শাকিব খান। বুধবার নির্মাতা শামিম তার ফেসবুকে শাকিব খানের এই নতুন লুকের একটি ছবি পোস্ট করেন।

‘রংবাজ’ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে পাবানায়। পাবনা-নাটোর মিলে টানা ২ মে পর্যন্ত শুটিং হবে ছবিটির। বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডের লোকেশনে।’
এর আগে একই নির্মাতার ‘বসগিরি’ ছবিতে কাজ করেছেন শাকিব খান ও বুবলী। ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল।
ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ।