খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আবদুল খালেক বলেছেন, আগে মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন করতে প্রায় ৭৫ দিন সময় এবং ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হতো। শিক্ষাবোর্ডে শিক্ষকদের যাতায়াত ও বিদ্যালয় পরিদর্শন সহ নানা বিড়ম্বনা পোহাড়ে হতো। বর্তমানে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন সহজীকরণ সংক্রান্ত কর্মশালার মাধ্যমে ১০ দিনের মধ্যে ভিজিট ছাড়া মাত্র ৫ হাজার টাকা সরকারি ফ্রি জমাদানের বিনিময়ে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন করা যাবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা আয়োজিত মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন সহজীকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে প্রথমবারের মত শুরু হওয়া এ কর্মশালায় বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ ছানা উল্যাহ, উপ-বিদ্যালয় পরিদর্শক-১ মোহাম্মদ কামরুজ্জামান, উপ-বিদ্যালয় পরিদর্শক-২ মোহাম্মদ জাহিদুল হক, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া।
দিনব্যাপী কর্মশালায় জেলার প্রতিটি মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন বোর্ডের প্রোগ্রামার মো.আবদুর রউফ।
সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.আবদুল খালেক আরো বলেন, বর্তমানে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক। জনমত সৃষ্টির মাধ্যমে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিমূলে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।