খােলা বাজার২ ।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭:
নতুন চমক আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অভিনব ‘ফেসবুক ক্যামেরা’সহ নতুন ছয়টি চমকপ্রদ ফিচার যোগ করার ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের বিশ্ব ডেভেলপার সম্মেলন এফ-৮-এর উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিউ জোসের ম্যাকেনরি কনভেনশন সেন্টারে গত ১৮ এপ্রিল (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায়) দু’দিনের এ সম্মেলন শুরু হয়। এ সময় জাকারবার্গ বলেন, ‘ফেসবুকে নতুন আরেক অধ্যায়ের শুরু হচ্ছে।
অচিরেই একে বৈশ্বিক স্থানীয় যোগাযোগ মাধ্যমে পরিণত করার নতুন লক্ষ্য স্থির করা হয়েছে।’ ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করার আরও কার্যকর উপায় খুঁজতে ডেভেলপারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে প্রতি মাসে ফেসবুকের মাধ্যমে প্রায় ২০০ কোটি মেসেজ আদান-প্রদান করা হচ্ছে এবং ১২০ কোটি মানুষ ও প্রায় এক লাখ ডেভেলপার সক্রিয় থাকছেন।’