Thu. Sep 18th, 2025
Advertisements

258

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর নিজস্ব অফিস ক্রয়ের নিমিত্তে সহায়তার অংশ হিসেবে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের কর্পোরেট সামাজক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ অর্থ প্রদান করা হয়। ১৯ এপ্রিল, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু) আইসিসি বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নিকট উক্ত চেক হস্তান্তর করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশ -এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।