Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭:  21রাজশাহীর চারঘাট উপজেলায় দুই দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিরার সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘর,আগারগাঁও যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আশরাফুল ইসলাম এ মেলার উদ্ভোধন করেন। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর স্টল পরিদর্শন শেষ করে উপজেলা অডিটেরিয়াম রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান,কমিউনিটি মেডিসিন (অবঃ) রাজশাহী মেডিকেল কলেজ ডাঃ রফিকুল আলম, এসিল্যান্ড তানজিলা মেহেনাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম আকতার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন ও আবুল কারাম আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র/ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মধ্যে উপস্থিতি বক্ততা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।