Thu. Sep 18th, 2025
Advertisements

18057165_4333482062_435715

খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে ২১ এপ্রিল শুক্রবার ঠাকুরগাঁও সদর ডি হাট ও জাঠিভাংগা এলাকায় আদালত পরিচালিত হয়।
অভিযানে ৩ ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৪,০০০ (চার হাজার টাকা) জরিমানাসহ মামলা দেন। আদালত পরিচালনা কালে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু খাদ্য সামগ্রী, বিপুল পরিমান নিষিদ্ধ কোমল যৌন উত্তেজক পানীয় জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত মালামল গুলো ঘটনা স্থলে ধংস করা হয়।
আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব সোহাগ চন্দ্র সাহা, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এর নিরাপদ খাদ্য পরির্দশক (স্যানিটারি ইন্সপেক্টর), আক্তার ফারুক, পেশকার, সাইফুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় র্ফোস।
সে সময় আদালত জানায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উক্ত এলাকাগুলোতে ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।