খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভিসি-প্রোভিসি নিয়োগ, সংবাদপত্র পাঠক ফোরামকে বিশ্ববিদ্যালয়ে জমি বরাদ্দ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে প্রশাসনের স্পষ্ট বক্তব্য প্রদানসহ, পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নেতা-কর্মীরা। শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্টে তারা এ সম্মেলন করে।
অন্যান্য দাবিগুলো হলো, গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতি-অনিয়মের অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রদান, সান্ধ্যকালীয় কোর্স বাতিল, আলোচিত ২ ফেব্রুয়ারির ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে রাকসু নির্বাচন দেওয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মাহমুদুল হাসান আসিফ। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের এই দ্বিতীয় বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এক মাসের অধিক সময় ধরে ভিসি-প্রোভিসি পদ শূন্য রাখা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। তাহলে কি সরকারের কাছে এই বিশ্ববিদ্যালয় মূল্যহীন, নাকি এখানে ওই পদে নিয়োগ পেতে যোগ্য ব্যক্তি নেই?
পাঠক ফোরামের জমি বরাদ্দ বিষয়ে তিনি বলেন, আসলে পাঠক ফোরামকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, আর দেওয়া হলে কোন ক্ষমতাবলে দেওয়া হলো তা দ্রুত স্পষ্ট করতে হবে।
এসকল দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মাহমুদুল ইসলাম আসিফ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল, সদস্য আলী সম্প্রীতি প্রমুখ।