Fri. Sep 19th, 2025
Advertisements

arrestখােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: ফরিদপুর শহরতলীর শিবরামপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা ও এক লাখ ৮৫ হাজার ৬০০ টাকাসহ চাকরিচ্যুত কারারক্ষী জাফর আলমকে (৩৬) আটক করেছে পুলিশ।

তার বাড়ি রাজবাড়ি জেলার সুলতানপুর এলাকায়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে চাকরি করতেন। নানা দুর্নীতির কারণে সম্প্রতি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ফরিদপুর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার রাত ১টার দিকে শিবরামপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।