Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: জাপানি ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবার চিপ ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তহবিল প্রতিষ্ঠান ইনোভেশন নেটওয়ার্ক কর্পোরেশন অফ জাপান (আইএনসিজে)।

চিপ ব্যবসা কিনতে নিলামের প্রথম রাউন্ডে অংশ নেয়নি এই প্রতিষ্ঠান। মঙ্গলবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান তোশিয়াকি শিগা জানান, তারা নিলামে অংশ নেওয়ার কথা ভাবছেন– তথ্য রয়টার্স-এর।

এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, তোশিবায় লঘু অংশের জন্য বিনিয়োগ করবে আইএনসিজে। এতে নিলামের অন্য প্রার্থীর কাছে প্রতিষ্ঠান বিক্রির ঝুঁকি কমাতে পারবে সরকার। অন্য প্রার্থীর কাছে প্রতিষ্ঠান বিক্রিকে জাতীয় নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

“চুক্তির পরিমাণ বিবেচনা করে আমরা বলতে পারি না এতে আমাদের কিছু করার নেই,” সাংবাদিকদের এ কথা বলেন শিগা।

২০১৫ সালে হিসাব জালিয়াতির ঘটনার পর নড়বড়ে অবস্থায় রয়েছে তোশিবা’র ব্যবসা। এই ঘটনায় কয়েকশ’ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

ওই ঘটনার পর বারবার ব্যবসায় ফেরার ইঙ্গিত দিলেও সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারেনি তোশিবা। আগের বকেয়া পরিশোধ করতে ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্ল্যান্টে বিনিয়োগ করতে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়ের কিছু অংশ বিক্রি করার ঘোষণা দেয়।

শুধু চিপ ব্যবসা নয় টেলিভিশন ব্যবসাও বিক্রি করতে পারে তোশিবা। সম্প্রতি টেলিভিশন ব্যবসা কিনতে আগ্রহের কথা জানিয়েছে তুরষ্কভিত্তিক ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভেসটেল।

ইতোমধ্যে চিপ ব্যবসায় নিলামের প্রার্থীর তালিকা ছাঁটাই করেছে তোশিবা। এতে চার প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয়েছে। সম্প্রতি চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা তাইওয়ানিজ প্রতিষ্ঠান ফক্সকন-এর সঙ্গে মিলে নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।