খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: পাসওয়ার্ড ছাড়াই মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করা যাবে। সম্প্রতি নতুন একটি ফিচারের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এ ফিচারের সাহায্যে মাইক্রোসফট অ্যাকাউন্টে শুধু স্মার্টফোন ব্যবহার করে ঢোকা যাবে। অর্থাৎ, স্মার্টফোনটিই পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। আইওএস ও অ্যান্ড্রয়েডে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপে নতুন এ অপশন চালু করেছ মাইক্রোসফট।
মাইক্রোসফট আইডেনটিটি ডিভিশনের প্রোগ্রাম ব্যবস্থাপনা বিভাগের পরিচালক অ্যালেক্স সিমন্স এক বিবৃতিতে বলেছেন, প্রক্রিয়াটি প্রচলিত টু-স্টেপ অথেনটিকেশন বা ভেরিফিকেশনের চেয়ে সহজ, কিন্তু শুধু পাসওয়ার্ড ব্যবহারের চেয়ে নিরাপদ। পাসওয়ার্ড চুরি হতে পারে বা দুর্বৃত্তরা হাতিয়ে নিতে পারে। অ্যান্ড্রয়েড ও আইওএসে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপে নিজের অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। নতুন কোনো জায়গায় সাইন ইন করার মতোই সেখানে ইউজার নেম দিতে হবে। সেখানে পাসওয়ার্ডের পরিবর্তে ফোনে একটি নোটিফিকেশন আসবে। ফোন আনলক করে ‘অ্যাপ্রুভ’ করলে সাইন ইন হয়ে যাবে।