Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭:করণীয় কাজের তালিকা বা টু-ডু লিস্ট তৈরির স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) উন্ডারলিস্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির নতুন সফটওয়্যার টু-ডুর জনপ্রিয়তা বাড়াতেই এমনটা করা হচ্ছে। উন্ডারলিস্টের দল নতুন অ্যাপটির জন্য কাজ করছে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্ডারলিস্টের জনপ্রিয় সব সুবিধা নতুন অ্যাপটিতে থাকবে এবং ব্যবহারকারীদের উন্নত সেবা দেওয়ার জন্য উন্ডারলিস্টের সুবিধাগুলো টু-ডুতে যুক্ত না করা পর্যন্ত উন্ডারলিস্ট পুরোপুরি বন্ধ করা হবে না। ২০১৫ উন্ডারলিস্ট কিনে নিয়েছিল মাইক্রোসফট।

মাইক্রোসফট উন্ডারলিস্ট ব্যবহারকারীদের টু-ডু অ্যাপটি ব্যবহার করার জন্য উৎসাহিত করছে। এ জন্য নতুন একটি সুবিধাও দেওয়া হচ্ছে। এতে একজন ব্যবহারকারী খুব সহজেই তার আগের টু-ডু বা করণীয় তালিকা নতুন অ্যাপটিতে পার করতে পারবেন।
মাইক্রোসফট যে নতুন একটি অ্যাপ নিয়ে কাজ করছে, সে খবরটি আগেই ফাঁস হয়েছিল। নতুন অ্যাপটিতে যে সুবিধাগুলো থাকবে বলে তখন জানানো হয়েছিল—করণীয় তালিকা তৈরি করা, রিমাইন্ডার সেট করা এবং একই প্ল্যাটফর্মের মধ্যে তালিকা ভাগাভাগি করে নেওয়া।
টু-ডু অ্যাপটি চালু না করে শুধু ‘মাই ডে’ শব্দ দুটি উচ্চারণ করেই আপনি আজকে করণীয় তালিকাটি বের করতে পারবেন। তালিকাটি আপনি ইন্টেলিজেন্ট সাজেশনস ফিচারের মাধ্যমে সংশোধনও করতে পারবেন। শুধু টু-ডু অ্যাপের ডান দিকের ওপরে থাকা লাইট বাল্বের মতো চিহ্নে স্পর্শ করতে হবে।
অ্যাপটি মূলত মাইক্রোসফট অফিসের সঙ্গে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। কিছু কিছু প্ল্যাটফর্মে অবশ্য এখনো টু-ডু সমর্থন করে না। অ্যাপলের পণ্যে যেমন অ্যাপটি সমর্থন করে না এখনো। এই প্ল্যাটফর্মগুলোতে তালিকা শেয়ারিং সুবিধাটি সমর্থন করবে না। তবে শিগগিরই এর সমাধান করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।