Mon. Sep 22nd, 2025
Advertisements
????????????????????????????????????
খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭:  ২২ এপ্রিল ২০১৭ তারিখে র‌্যাডিসন ব্লু, চট্টগ্রাম-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর চট্টগ্রাম অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ ওয়াহিদুর রহমান, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান জনাব নুরুল আলম, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জনাব এস.এম. নজরুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং এন্ড রিকভারি ডিভিশনের প্রধান জনাব এ. কে. এম আবু ছগীর চৌধুরী, মানব সম্পদ বিভাগের প্রধান জনাব মোহা. আবুল কাশেম, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০১৭ সালের পরবর্তী সময়ের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।