খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-ফয়েজ হোসেন (৩২), মো. মনোয়ার হোসেন (৩২), নয়ন (২৪), আবু জাফর (২৮), মো. দুলু (২৩) ও রাজু (৩০)।
এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোরা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
পল্টন থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পল্টন থানার টহল পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।