Wed. Sep 17th, 2025
Advertisements

20kখােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: গতবছরের ২০ মার্চ ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন নন্দিত অভিনেত্রী দিতি। তারও আগে প্রায় ৬ মাস তিনি ছিলেন শুটিংয়ের বাইরে। জনপ্রিয় এই চলচ্চিত্র-টিভি অভিনেত্রী ও পরিচালক অসুস্থ হয়ে ক্যামেরা থেকে দূরে যাওয়ার কয়েকদিন আগে অভিনয় করেছিলেন ‘লুকোচুরি’ নামের একটি নাটকে।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এতে দিতি ছাড়াও প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও অপর্ণা ঘোষ।
আরটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে দিতি অভিনীত এই নাটকটি। এ নাটকের শুটিং হয়েছে দিতির গুলশানের বাসাতেই। আর এতে তিনি অপর্ণা ঘোষের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, নাটকটির শুটিং করার কয়েকদিন পরই অসুস্থ হয়ে পড়েন দিতি। এরপর আর কোনো শুটিংয়ে অংশ নিতে পারেননি জনপ্রিয় এই অভিনেত্রী।