খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭: শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহকরণ কর্মসূচী উপলক্ষে গত ২৪ এপ্রিল কারারচরস্থ বেগম সামসুন্নাহার মেমোরিয়াল অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি,সমাজসেবক আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলু রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা আক্তার,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া,মোসলেহ উদ্দিন মাষ্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা প্রমুখ।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ তারেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানি পানের জন্য পানির ফিল্টারগুলি প্রদান করেন।