Wed. Sep 17th, 2025
Advertisements

50খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭: নাটোরে বজ্রপাতে নিহতের লাশ চুরির ভয়ে নিজ ঘরেই দফন করেছে এক ব্যক্তির স্বজনরা। সোমবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বজ্রপাতে হাফিজুল (২৬) নিহত হয়। নিহত হাফিজুলের লাশ কে ঘিরে রটতে থাকে অনেক গুজব। জনমনে এই লাশ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে। ওয়ালিয়া এলাকার অনেক মানুষেরই ধারণা বজ্রপাতের কারণে লাশের আক্রান্ত একটি অংশ স্বর্ণে পরিণত হয়। অনেকেই ধারণা এই লাশ বিদেশীরা কিনে নেন। এসব কুসংস্কারে সাড়া দিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের অবসান ঘটিয়ে মঙ্গলবার চুরির ভয়ে নিহত হাফিজুলকে দাফন করা হয় তার নিজ ঘরেই।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, অনেকেই বলে নিহত হাফিজুলের লাশ যদি সামাজিক কবর স্থানে দাফন করা হয় তাহলে তার লাশ রাতের অন্ধকারে চুরি হয়ে যাবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে সদস্যরা তার ছেলের লাশ যাতে চুরি না হয় সেই জন্য নিজ ঘরেই কবর তৈরী করে লাশ দাফন করেন। এ ঘটনায় সমগ্র লালপুর জুড়ে আলোড়ন তৈরী হয়েছে।